ঢাকায় পালিত হলো ‘কালো দিবস’

|

পাকিস্তানি আগ্রাসন ও গণহত্যা স্মরণে ঢাকায় কালো দিবস পালন করলো বিভিন্ন নাট্য সংগঠন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে পথনাটকের মাধ্যমে তুলে ধরা হয় ২২ অক্টোবর ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীরে পাকিস্তানি আগ্রাসনের চিত্র। দিনটি স্মরণে মঞ্চস্থ হয় পথনাটক ‘অপারেশন গুলমার্গ’।

সামাদ ভূঁইয়া ও তার দল ‘অপারেশন গুলমার্গ’ নাটকটি পরিবেশন করেন। এতে অভিনয় করেন শিল্পকলা একাডেমির বেশ কয়েকটি থিয়েটারের কর্মীরা। তারা বলেন, কাশ্মীরের অপারেশন গুলমার্গের আদলেই ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশেও অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এর আগে সকালে ডিআরইউতে ‘অপারেশন গুলমার্গ এবং অপারেশন সার্চলাইট: পাকিস্তানের পরিকল্পিত গণহত্যা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। পঁচাত্তরের ১৫ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের দোসরাই সেদিন গুলি চালিয়েছিল বঙ্গবন্ধুর বুকে, যাদের নৃশংসতা থেকে বাদ যায়নি বঙ্গমাতা, পরিবারের বধূরা কিংবা শিশু শেখ রাসেলও!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply