মুহিবুল্লাহ খুনের ঘটনায় আরও ১ জন গ্রেফতার

|

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতার হলো ৭ জন।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের কথা জানিয়েয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন। তবে গ্রেফতারকৃতের নামপরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আজ দুপুরে উখিয়ায় এপিবিএন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এর আগে মুুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময় ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সশস্ত্র একদল লোক রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ আলোচনায় আসেন ২০১৮ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজারে বিশাল সমাবেশ করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply