সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে শাহবাগে চলছে বিক্ষোভ

|

শাহবাগে চলছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ।

মন্দিরে দুর্বৃত্তদের হামলার অভিযোগে গণ অনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে বেলা ১২টা পর্যন্ত।

কর্মসূচিতে বক্তারা দাবি করেন, হিন্দুদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা চলছে। বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণার দাবিও জানান তারা। যতদিন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, ততদিন বাংলাদেশ ‘পাকিস্তান’ হয়েই থাকবে বলেও অভিযোগ তাদের।

হিন্দুরা এখন লাঠিসোটা নিয়ে প্রতিরোধে প্রস্তুত বলেও জানান সংগঠনটির নেতারা। এই কর্মসূচিতে আলাদা করে সংখ্যালঘু কমিশন, আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় স্থাপনের দাবিও জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply