আদালতে তোলা হলো ইকবালকে

|

ইকবাল হোসেন। ফাইল ছবি।

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে আদালতে তোলা হয়েছে। আদালতে তার রিমান্ড চাওয়া হতে পারে। তবে কতদিনের রিমান্ড চাওয়া হবে তা জানা যায়নি। এমনকি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কী জানা গেছে সেই তথ্যও প্রকাশ করা হয়নি।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। তার আগে কুমিল্লা পুলিশ লাইন্সে রেখে ইকবালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয় আলোচিত এই যুবককে। কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply