খালে ময়লা ফেললে যেতে হবে জেলে, দিতে হবে জরিমানা: মেয়র আতিক

|

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহবান মেয়র আতিকুলের

উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

আজ সিটি করপোরেশন এসে খালের ময়লা পরিষ্কার করবে, কাল আবারও বাসিন্দারা সেই খালে ময়লা ফেলে নোংরা করবে, তাহলে লাভটা কী? সুতরাং, সিসি ক্যামেরা বসানো হয়েছে, এখন থেকে যারা ময়লা ফেলবে তাদেরকে চিহ্নিত করে জেল, জরিমানাসহ যা যা করা দরকার সবকিছুই আমরা করবো, এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, যখন বাড়িতে চুরি-ডাকাতি হয় তখন কিন্তু আমরা সিসি ক্যামেরার মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনি। রাস্তা বা খালে ময়লা ফেলার ক্ষেত্রেও একই কাজ হবে। আমরা ১০টি বাড়ির ছাদে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এখন থেকে যারা খালে, রাস্তায় ময়লা ফেলবে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং জেল, জরিমানা ও কারাদণ্ড দেয়া হবে।

তিনি আরও বলেন, এখন থেকে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখব। খেয়াল রাখা হবে কে বা কারা ময়লা ফেলছে, সব দেখা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply