ব্যাংককর্মীর ওপর ক্ষোভ, সাড়ে ৫ কোটি টাকা তুলে গোনালেন চীনা ব্যবসায়ী!

|

ছবি: সংগৃহীত।

ব্যাংকে গিয়েছিলেন চীনের এক কোটিপতি। কিন্তু ওই ব্যাংকের সেবা নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। এক ব্যাংককর্মীর সাথে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া হয় তার। আর সেই আচরণের ‘শাস্তি’ দিতেই ওই ব্যাংকে তার যতো টাকা ছিল সব তুলে ফেলার সিদ্ধান্ত নেন।

সংবাদমাধ্যম ল্যাডবাইবেলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি ৫ কোটি ৭০ লক্ষ টাকা তুলে নেন ওই ব্যাংক থেকে। তারপর সেই টাকা ব্যাংকেরই কর্মীকে দিয়ে গোনান। ঘটনাচক্রে যেই কর্মীর সাথে তার ঝগড়া হয়েছিল সেই কর্মীকে গুনেছেন ওই টাকা। এই ঘটনার পর ওই ব্যক্তি হুমকি দিয়ে গেছেন ব্যাংকে আবার আসবেন এবং আবারও টাকা তুলবেন এবং গোনাবেন ব্যাংককর্মীদের দিয়ে!

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, উইবো নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সানওয়্যার’ নামে পরিচিত ওই ব্যক্তি।

অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ পাল্টা অভিযোগ করে বলেছে, ওই ব্যক্তি মাস্ক না পরে ব্যাংকে ঢোকার চেষ্টা করছিলেন। তাই নিরাপত্তারক্ষী তাকে মাস্ক পরার জন্য অনুরোধ করে। কিন্তু তা করতে অস্বীকার করেন। এখান থেকেই বিতর্কের সূত্রপাত।

যদিও দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যে কোন ঘটনাটি সঠিক, তা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বলে ল্যাডবাইবেল এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply