লো স্কোরিং ম্যাচে ইংল্যান্ডের ৬ উইকেটে জয়

|

২৪ রান করেই দু'দলের মধ্যে সর্বোচ্চ স্কোরার জস বাটলার। ছবি: সংগৃহীত

৫৫ রানে অল আউট হবার পরে জয়ের আশা যারা করতে পারে, তারা অবশ্যই মানসিকভাবে বেশ শক্তপোক্ত গড়নেরই হবে। তবে জয়ের আশা করেছিল কিনা জানা যায়নি, তবে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ এই সামান্য রানকেও রক্ষার চেষ্টা করে গেছে। ইংল্যান্ডও অবশ্য কম যায়নি। ৪ উইকেট হারালেও লক্ষ্যে পৌঁছে গেছে মাত্র ৮.২ ওভারেই; ৭০ বল হাতে রেখে।

ওয়েস্ট ইন্ডিজের যেমন কেবল একজন ব্যাটারই ছুঁতে পেরেছেন দুই অঙ্কের ঘর, তেমনি ইংল্যান্ডেরও মাত্র দুই ব্যাটারের সংগ্রহ গেছে দুই অঙ্কে। জেসন রয় ও জস বাটলারের ওপেনিং জুটিতে এসেছে ২১ রান। এরপর বেয়ারস্টো, মইন আলি ও লিয়াম লিভিংস্টোন কেবল যাওয়া-আসাই করেছেন উইকেট ও প্যাভিলিয়নের মাঝে। আকিল হোসেন, রবি রামপলদের বোলিংয়ে মনে হয়েছে, হাতে বড়সড় পুঁজি থাকলে আরও ভালোভাবে লড়াই করতে পারতেন তারা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৪ রানে অপরাজিত ছিলেন জস বাটলার।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে লজ্জার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৪.২ ওভারে ৫৫ রানে অল আউট হয়ে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর গড়ে পোলার্ডের উইন্ডিজ। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন পোলার্ড-রাসেলরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply