আচমকা এক সফরে সুইডেন পৌঁছেছেন আন্তর্জাতিকভাবে ‘এক ঘরে’ হওয়া উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং-হো। স্টকহোমে দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
গণমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও কোরীয় নেতা কিম জং-উনের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলাপ করেছেন ইয়ং-হো ও স্টেফান।
ইয়ং-হো বৃস্পতিবার ও শুক্রবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রমের সঙ্গেও বৈঠক করেছেন। মারগট বলেন, “দুই কোরিয়ার মধ্যকার উত্তেজনা, এবং যুক্তরাষ্ট্রের পক্ষে উত্তর কোরিয়ায় সুইডেনের কূটনৈতিক ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
যদিও পিয়ংইয়ং বলছে, ইয়ং-হো’র এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক বিষয়ে আলোচনার অংশ।
দুই দিনের সফরে ইয়ং-হো স্টকহোমে গেলেও এখন তা আরও দুই দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে সুইডেনের এসভিটি নেইহেটার-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সুইডেন দীর্ঘ দিন ধরেই ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে মধ্যস্থতা করে আসছে।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply