দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের লাহোরে বিক্ষোভ-সমাবেশ করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিএলপি। শনিবারের সহিংসতায় পুলিশ সদস্যসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। আহত আরও ৮০ জন।
লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের পথে তেহরিক-ই-লাব্বায়েক পাকিস্তান এর লংমার্চে অংশ নেয় কমপক্ষে ১০ হাজার মানুষ। তাদের মূল দাবি, সংগঠনটির প্রধান সাদ রিজভির নিঃশর্ত মুক্তি।
গত বছর ফ্রান্স বিরোধী আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে তিনি গ্রেফতার হন। মহানবি হজরত মোহ্ম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কার্টুন আঁকার ঘটনায় সেসময় উত্তাল হয়ে উঠে পাকিস্তানসহ মুসলিম বিশ্ব। বিশাল জনসমুদ্র ঠেকাতে রাজধানীমুখী গুরুত্বপূর্ণ সব সড়কগুলো বন্ধ করে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
পুলিশের পাশাপাশি নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছে আধাসামরিক বাহিনী। মূলত বিক্ষোভকারীদের ঠেকানোর সময়ই ছড়াচ্ছে সহিংসতা।
Leave a reply