প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর জন্মদিনে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি বাংলাদেশের জন্য বড় অর্জন। জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী শিশুরাও যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারে সেজন্য নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দেশে যেন কোন পথশিশু না থাকে সেদিকে নজর দেয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিশু-কিশোররা যেন জঙ্গিবাদ-সন্ত্রাস আর মাদকের ছোবলমুক্ত থাকে সেজন্য সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।
এর আগে সকাল দশটায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর পর পরই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান।
রাষ্ট্রীয় আচার অনুযায়ী এসময় সম্মান গার্ড প্রদান করে সশস্ত্র বাহিনীর কন্টিনজেন্ট। শ্রদ্ধা জানান, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, সরকারের উচ্চপদস্ত কর্মকর্তারা। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে মন্ত্রীপরিসদের সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
Leave a reply