সুন্দরবনে ধরা মাছটি বিক্রি হলো ৪৩ লাখ টাকায়!

|

ছবি: সংগৃহীত।

সুন্দরবনের ভারতীয় অংশে কাপুর নদীতে বিশাল আকৃতির একটি মাছ ধরা পড়েছে। মাছটি তেলিয়া ভোলা প্রজাতির।

রোববার (২৪ অক্টোবর) জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোসাবার সোনাগাঁ গ্রামের ৫ মৎস্যজীবী কাপুরা নদীতে জাল ফেললে তাতে ধরা পড়ে দৈত্যাকৃতির এই মাছটি। মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম।

মাছটিকে নিলামের জন্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারি মাছ বাজারে নেয়া হয়। সেখানে মাছটি ৩৭ লাখ ৪৪ হাজার রুপিতে বিক্রি করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা।

আড়তদার প্রভাত মণ্ডল বলেন, এত বড় তেলিয়া ভোলা এর আগে ক্যানিং বাজারে আসেনি। ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানান অংশের কদর আছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply