টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ সালের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে পাকিস্তান।
রবিবার (২৪ অক্টোবর) আসরে ভারত ও পাকিস্তানের প্রথম ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় শুরু হচ্ছে।
সাদা বলের বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে কখনো হারাতে পারেনি পাকবাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট পাঁচবার দেখা হয়েছে পাকিস্তান ও ভারতের। এরমধ্যে চারবারই জিতেছে ভারত। একটি ম্যাচ হয়েছে ড্র। ২০০৭ সালে অনুষ্ঠিত হওয়া সংক্ষিপ্ত এ ফরম্যাটের প্রথম বিশ্বকাপে জয়ের পথে থাকলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে যায় পাকরা।
পাকিস্তান দল: বাবর আজম ( অধিনায়ক), মোহাম্মাদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি
ভারত দল: ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ প্যান্ট, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মেদ শামি, বরুন চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।
Leave a reply