ভাষণ দিতে এসে চড় খেয়েছেন ইরানের একটি প্রদেশের গভর্নর। জনসম্মুখে চড় দিয়ে দেশজুড়ে আলোচনায় এসেছেন ঐ ব্যক্তি।
শনিবার (২৩ অক্টোবর) পূর্ব আজারবাইজান প্রদেশের নবনিযুক্ত গভর্নর আবেদিন খোররামকে চড় মারেন আইয়ুব আলি জাদেহ্ নামের ঐ ব্যক্তি।
গভর্নরের অভিষেক অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে পড়েন আইয়ুব আলি জাদেহ্। এসময় শুধু থাপ্পড় মেরেই ক্ষান্ত হননি তিনি। আরও আক্রমণের উদ্দেশ্যে তেড়ে যান। পরে নিরাপত্তারক্ষীরা আটকান তাকে।
এদিকে, ইরানি ঐ ব্যক্তির ক্ষোভের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। দেশটির গণমাধ্যমের দাবি করেছে, নারীর পরিবর্তে এক পুরুষ তার বউকে ভ্যাকসিন দেয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন।
তবে ঐ ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন গভর্নর আবেদিন খোররাম। বলেন, সিরিয়ায় বিদ্রোহীরা গুলি করে আমার মাথা উড়িয়ে দিতে চেয়েছে। সেই তুলনায় এই ব্যক্তির অপরাধ খুবই নগণ্য।
Leave a reply