ভালো কিছুই করবে বাংলাদেশ, আশা মাশরাফীর

|

মাশরাফী বিন মোর্ত্তাজা। ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও ভালো কিছুই করবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা

রোববার (২৪ অক্টোবর) শ্রীলঙ্কার সাথে হারার পর এক ফেসবুক বার্তায় এ মন্তব্য করেন দেশসেরা অধিনায়ক হিসেবে পরিচিত সাবেক এ খেলোয়াড়।

নিজের ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে মাশরাফী সবাইকে ধৈর্য ধরতে বলে বলেন, দিনশেষে দলটা আমাদেরই। যা কিছুই হোক টিমের পাশেই আছি। দলের সতীর্থদের উদ্দেশে সাবেক এ অধিনায়ক বলেন, তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় বাংলাদেশ। শুরুতে জয়ের আশা দেখালেও শেষপর্যন্ত হেরে যায় টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম ও নাঈম শেখের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ১৭১ রানের বড় সংগ্রহ তোলে বাংলাদেশ। নাঈম ৫২ বলে ৬০ রান করে ফিরে গেলেও ৩৭ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

জবাবে ব্যাট করতে নেমে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে একপর্যায়ে বিপাকে পড়ে লঙ্কানরা। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন শ্রীলঙ্কান দুই মিডরঅর্ডার ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা ও ভানুকা রাজপাকসে। ভানুকা ৩১ বলে ৫৩ রান করে ফিরে গেলেও ৪৯ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন আসালাঙ্কা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply