কাজের বিনিময়ে গম দিবে তালেবান

|

ছবি: সংগৃহীত।

সাধারণত কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে টাকা দেয়া হয়ে থাকে। কিন্তু তালেবান সরকার এবার নতুন প্রকল্প হাতে নিয়েছে। কাজের বিনিময়ে তারা গম দেয়ার ঘোষণা দিয়েছে।

দ্য হিন্দু ডট কমের প্রতিবেদন থেকে জানা যায়, বেকারত্ব আর ক্ষুধা মোকাবেলায় নতুন প্রকল্প হাতে নিয়েছে তালেবান সরকার। এই প্রকল্পের আওতায় জনগণকে কাজের বিনিময়ে গম দেয়ার ঘোষণা দিয়েছে তালেবান। রোববার (২৪ অক্টোবর) এই নতুন প্রকল্প চালুর ঘোষণা দেয়া হয়।

তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানী কাবুলের চার হাজার মানুষকে এই প্রকল্পের আওতায় কাজ দেয়া হবে। একই সাথে আফগানিস্তানের প্রধান প্রধান নগর ও শহরগুলোতেও চালু করা হবে এই প্রকল্প। 

তিনি বলেন, বেকারত্ব দমনে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে কঠোর পরিশ্রম করেই এই গম নিতে হবে। 

আফগানিস্তান এরই মধ্যে দারিদ্র, খরা, বিদ্যুৎ বিভ্রাট ও ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থাসহ নানা সমস্যায় ধুঁকছে। এরই মধ্যে আসন্ন শীতকাল দেশটির প্রতিকূল পরিস্থিতির ওপর বাড়তি চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply