সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার ভোরে সেনাবাহিনীর একটি ফোর্স রাজধানী খার্তুমে বাড়ি ঘিরে ফেলে। এর পরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে।
দেশটির আল হাদাথ টিভির তথ্য অনুসারে, সোমবার সকালে তার বাড়ি ঘেরাও করে সেনাদল। অবশ্য, সরকারের তরফ থেকে নিশ্চিতভাবে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে দেশটির টেলিযোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন; যার কারণে মিলছে না সুস্পষ্ট তথ্য। এর আগে, শিল্পমন্ত্রী ও তথ্যমন্ত্রীসহ দেশটির জাতীয় পরিষদের কয়েকজন সদস্য এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্রকে গ্রেফতার করে সেনাবাহিনী।
গেলো মাসেই একটি অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ করা হয়। প্রায় ৩০ বছর একনায়ক থাকার পর গণ-আন্দোলনের মুখে ২০১৯ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির। এরপরই কয়েকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে সেনাবাহিনী। যার প্রধানমন্ত্রী বানানো হয় আবদাল্লা হামদককে। বলা হয়, প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক সংস্কারের পর ২০২৩ সালে হবে নির্বাচন।
ইউএইচ/
Leave a reply