বিমান বাহিনী নিয়ে দেশটির ইতিহাসে বৃহত্তম সামরিক অনুশীলন এ সপ্তাহেই শুরু করছে ইসরায়েল। এ অনুশীলনে তাদের সাথে আছে গত বছর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা সংযুক্ত আরব আমিরাতও। তবে, সংযুক্ত আরব আমিরাতের কোনো এয়ারক্রাফট এ অনুশীলনে উড়বে না বলে নিশ্চিত করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান। খবর আল জাজিরার
ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান আমির লাজার বলেন, ইরানকে হুমকি দেয়ার জন্য আমরা কোনো অনুশীলন করছি না। যদিও সাম্প্রতিককালে ইসরায়েলি সেনাবাহিনী বেশ জোরেসোরেই বলে আসছে যে এই মুহুর্তে ইরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি আছে তাদের। এ মুহুর্তে ইরানই তাদের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি বলে মনে করে দেশটির সেনাবাহিনী।
অবশ্য ইসরায়েলের এমন অনুশীলন মোটেও নতুন না। ২০১৩ সাল থেকেই নাগেভ মরুভূমিতে প্রতি ২ বছর অন্তর ‘ব্লু ফ্ল্যাগ’ নামক এ অনুশীলন করে আসছে ইসরায়েল।
জানা গেছে, এবারের অনুশীলনে অংশগ্রহণ করবেন ইসরায়েলের ১৫০০ বিমান সেনা আর এ অনুশীলনে ব্যবহার করা হবে ৭০টিরও বেশি অত্যাধুনিক এয়ারক্রাফট।
/এসএইচ
Leave a reply