নেপালে বিমান দুর্ঘটনায় আহত রাশেদ রুবায়েতকে দেশে আনা হয়েছে। তাকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে। আহত আরও দু’জন শাহীন বেপারী ও কবির হোসেনকে রোববার দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
শনিবার দুপুরে, ঢাকা মেডিকেলে শিশু দিবস নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন আহতদের জন্য কেবিন প্রস্তুত রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদের সার্জারি করতে হবে জানিয়ে তিনি বলেন, এজন্য ১৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে। বিমান দুর্ঘটনায় আহত আলমুন নাহার অ্যানিও শঙ্কামুক্ত নয়, তিনি ট্রমায় ভুগছেন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply