আজ থেকে আবার শুরু হতে পারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), করপোরেশন (বিআইডব্লিউটিসি), সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের একটি দল পুরো রুট পর্যবেক্ষণ করবেন। তারপর ফেরি চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।
সম্প্রতি পদ্মায় স্রোত কিছুটা কমে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়া ফেরি চলাচল শুরুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। পদ্মা সেতুর নিরাপত্তা বিবেচনায় প্রায় দুই মাস ধরে গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মাঝে এক সপ্তাহের জন্য ছোট যানবাহন পারাপারে ফেরি চালু থাকলেও স্রোত বেড়ে যাওয়ায় সেটিও বন্ধ করে দেয়া হয়।
Leave a reply