টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২১ আসরের মূলপর্বে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। আর এখনও কোনো ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। শারজাহতে রাত ৮টায় মুখোমুখি হবে দল দুটি।
ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ের পর দারুণ আত্মবিশ্বাসি পাকিস্তান। দলীয় পারফরমেন্স দিয়ে কোহলির দলকে বধ করার পর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাবর আজমের দল। শারজাহর পরিচিত কন্ডিশনে পেসারদের পাশাপাশি কিউই বধে স্পিন বড় ভরসা হবে পাকিস্তানের।
অন্যদিকে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ড। আইপিএলের কল্যাণে কন্ডিশন সমন্ধে ভালো ধারণা আছে ব্লাকক্যাপস ক্রিকেটারদেরও। অধিনায়ক কেন উইলিয়ামসন মিচেল স্যান্টনার ও ইশ সোধি এই দুই স্পিনারকেই একাদশে রাখতে পারেন।
সম্ভাব্য একাদশ
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, টিম সেইফার্ট (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ড্যারিয়ের মিচেল, লোকি ফার্গুসন, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
Leave a reply