ফেসবুক সেটিংসের কারণে বাড়বে সহিংসতা!

|

ছবি: সংগৃহীত

ফেসবুকের অ্যালগরিদম পদ্ধতির কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমটি বিশ্বজুড়ে আরও সহিংসতা ছড়ানোর মাধ্যম হবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তা।

সোমবার (২৫ অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির শুনানিতে এমন বিস্ফোরক মন্তব্য করেন ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হগেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণের পরিকল্পনাকে সামনে রেখে তাকে ডেকে পাঠিয়েছিলো ব্রিটিশ প্রশাসন। সেখানে তিনি বলেন, প্রযুক্তিগত সেটআপের কারণেই ফেসবুকের বিভিন্ন উগ্রবাদী কনটেন্টগুলো সামনে আসে ব্যবহারকারীদের। কোনো বিষয়ে আগ্রহ দেখালে পরবর্তী সময়ে সে ধরনের কনটেন্টগুলোই সামনে আসে তাদের। এতে মধ্যপন্থিদেরও উগ্রবাদের দিকে ঠেলে দেয়া হয়।

সম্প্রতি ফেসবুকের অনেক গোপন নথি গণমাধ্যমে ফাঁস করেন ফেসবুকের সাবেক এই কর্মকর্তা। কংগ্রেস ডেকে পাঠালে তিনি শুনানিতে দাবি করেন, ব্যবসার স্বার্থে শিশুদের আসক্তি বাড়াচ্ছে ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলো। এগুলো বিভাজন তৈরি করতেও ভূমিকা পালন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply