প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হবে বাংলাদেশ। বিনিয়োগকারীরা যাতে পার্শ্ববর্তী দেশের বাজার ধরতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ৭৯টি প্রকল্প বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
এমসময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে অবকাঠামোগত উন্নয়নেও কাজ করছে সরকার। এ লক্ষ্যে পরিকল্পিত ১শ অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে দেশে আট লাখ মানুষের কর্মসংস্থান হবে।
Leave a reply