‌রাজবাড়ীতে ভয়াবহ নদীভাঙন, আতঙ্গে এলাকা ছাড়ছেন স্থানীয়রা

|

পদ্মার আগ্রাসী রূপ। ছবি: সংগৃহীত।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী‌ গোদার বাজা‌রের নদীতীর রক্ষা বাঁ‌ধে ফের ভাঙন শুরু হ‌য়ে‌ছে। ফ‌লে ভাঙ‌নে মুহূর্তের ম‌ধ্যে প্রায় দেড়শ মিটার এলাকার কং‌ক্রিটের তৈ‌রি ব্লক নদী‌ গ‌র্ভে বি‌লিন হ‌য়ে‌ছে।

সোমবার (২৫ অক্টোবর) সকা‌লে এ ভাঙন শুরু হয়। ভাঙনের আতঙ্কে বাড়িঘর ভে‌ঙ্গে অনত্র স‌রিয়ে নি‌চ্ছেন স্থানীয়রা। এখন ভাঙন হুম‌কি‌তে র‌য়ে‌ছে ওই এলাকার আধা-পাকা প্রায় ২০‌টির মতো বসতবাড়ি, মস‌জিদসহ বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ।

এখনো পর্যন্ত ভাঙন রো‌ধে কোনো পদ‌ক্ষেপ গ্রহণ ক‌রতে দেখা যায়‌নি। জানা‌ গে‌ছে, রাজবাড়ি পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা বাঁ‌ধ (ফেজ-২) এর সা‌ড়ে ৪ কি‌লো‌মিটার নতুন ও (ফেজ-১) এর সং‌শো‌ধিত আড়াই কি‌লোমিটারসহ মোট ৭ কি‌লো‌মিটার নদী তীর রক্ষা বাঁ‌ধের কাজ চল‌তি বছ‌রের জু‌নে শেষ হয়। তবে জুলাই মা‌সের মাঝামা‌ঝি থে‌কে শুরু হয় ভাঙন। ফ‌লে এখন পর্যন্ত নতুন ও সং‌শো‌ধিত প্রকল্প দু‌’টির প্রায় ২১টি স্থা‌নে ১ হাজার মিটা‌রের মতো এলাকার সি‌সি ব্লক নদী‌তে বি‌লিন হ‌য়ে‌ছে।

ভাঙ‌নে ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে স্কুল, বসতবাড়িসহ নানা স্থাপনা। বর্তমা‌নে কোথাও কোথাও নদী থে‌কে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁ‌ধের দূরত্ব মাত্র ১০ মিটা‌র। ৩৭৬ কো‌টি টাকা ব্যায়ে ২০১৮-১৯ অর্থবছরে শুরু হয় প্রক‌ল্পের কাজ।

রাজবাড়ির পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, ভাঙন রো‌ধে তারা জিও টিউব ফেলার কাজ শরু কর‌বেন। মূলত নদীর গ‌তিপথ প‌রিবর্তন ও পা‌নি কমার কার‌ণে এখন ভাঙ‌ন শুরু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply