বরিশাল ব্যুরো
বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরো একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর ডিআইজি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশাল সদরের রুইয়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে মো. মীম (২৬) ও উজিরপুরের গুঠিয়া এলাকার রফিকুল আলমের ছেলে আশিক (২৬)। দুর্ঘটনায় আহত ফারুক(২৮) গুঠিয়া এলাকার বাসিন্দা।
বরিশাল মহানগর পুলিশের বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু উজিরপুরের গুঠিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তারা ডিআইজি কার্যালয়ের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় মীম।
বাসটি আটক করা হলেও, চালক ও হেলপার পালিয়েছে বলে জানান ওসি।
Leave a reply