টি-২০ ম্যাচে পাকিস্তানকে সমর্থন, কাশ্মিরে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশি মামলা

|

ছবি: সংগৃহীত।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। এরপরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পাকিস্তানের সমর্থনে শ্লোগান দেয়ায় কাশ্মিরের শ্রীনগর এলাকায় দুই মেডিকেল শিক্ষার্থীর বিরুদ্ধে মমলা করেছে জম্মু-কাশ্মির পুলিশ। তাদের দাবি, পাকিস্তানকে সমর্থন করার পাশাপাশি ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে তাদের ভারত বিরোধী শ্লোগান দিতেও দেখা গেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। খবর নিউজ ১৮ এর।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এ ধরনের ঘটনা জম্মু-কাশ্মিরে এই প্রথম। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মিরে উপস্থিত থাকার সময়েই এই ঘটনা সরকারের অস্বস্তি বাড়িয়েছে।

জানা গেছে, ইউএপিএ-র আওতায় (বেআইনি কার্যকলাপ বিরোধী) দু’টি এফআইআর করেছে জম্মু-কাশ্মির পুলিশ। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, তদন্ত চলছে। এই মামলার মাধ্যমে আমরা উদাহরণ তৈরি করব।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মধ্যে বেশ কয়েকটি ২০১৭ সালের বলেও মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেও জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply