শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

|

শ্রীলঙ্কায় দেশ জুড়ে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিলো দেশটির সরকার। রোববার এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনা।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীসেনা এক টুইট বার্তায় জানায়, জননিরাপত্তার পরিস্থিতি বিবেচনায় মধ্যরাত থেকেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির ক্যান্ডিতে বৌদ্ধ-মুসলিম দাঙ্গার জেরে গেলো ৬ মার্চ জরুরি অবস্থা জারি করে সরকার।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দাঙ্গার ঘটনায় প্রাণ গেছে অন্তত ২ জনের। এছাড়া মুসলিমদের কয়েকশ ঘরবাড়ি এবং ব্যবস্যা প্রতিষ্ঠানসহ ২০টির বেশি মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply