মুসলিম থেকে হিন্দু হলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টে সুকর্ণর মেয়ে

|

প্রথম মুসলিম নারী রাষ্ট্রপতি ছিলেন তারই বোন মেঘবতী সুকর্ণপুত্রি। বাবা ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও কিংবদন্তি নেতা আহমেদ সুকর্ণও ছিলেন মুসলিম। কিন্তু নিজের ৭০তম জন্মদিনে মঙ্গলবার হিন্দু ধর্মে ধর্মানন্তরিত হলেন সুকর্ণর তৃতীয় কন্যা সুকমাবতী সুকর্ণপুত্রি।

সিএনএন ইন্দোনেশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি হিন্দু ধর্মে দীক্ষিত হবার কথা ভাবছিলেন। তাছাড়া বালির মানুষের সাথে আত্মিক বন্ধন বেশি অনুভব করায় তিনি আরও উদ্বুদ্ধ হয়েছেন হিন্দু ধর্ম গ্রহণে। উল্লেখ্য, বালির সংখ্যাগরিষ্ঠই হিন্দু ধর্মাবলম্বী। সেখানে অবশ্য হিন্দু বা সনাতনী ধর্মকে ‘সুধি ওয়াদানি’ বলা হয়।

আইনজীবী জানান, হিন্দু ধর্মের বিষয়ে অনেক জ্ঞান রয়েছে সুকমাবতীর। হিন্দু ধর্মের আচার সম্পর্কেও অনেক কিছু জানেন তিনি।

এর আগে ২০১৮ সালে একবার ইসলাম ধর্ম প্রসঙ্গে বিতর্কের জন্ম দেন সুকমাবতী। নিজের লেখা এক কবিতায় বলেছিলেন, বোরকা পড়ার চেয়ে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খোঁপা অনেক ভালো। এরপর তার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ আনে বিভিন্ন ইসলামিক গোষ্ঠী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply