টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া।
আঙুলে চোট পেয়ে আজ দলের বাইরে আছেন স্কটল্যান্ডের নিয়মিত অধিনায়ক কাইল কোয়েটজার। তার স্থলে রিচি বেরিংটন পালন করবেন অধিনায়কের দায়িত্ব। দলে এসেছেন মারকুটে ওপেনার ক্রেইগ ওয়ালেস। ক্রিকইনফোর বিশেষজ্ঞদের মতে, ওয়ালেস যদি প্রথম বলেও সুইচ হিট করেন তবে সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না।
অন্যদিকে জেরার্ড ইরাসমাসের নামিবিয়া মাঠে নামছে গত আয়ারল্যান্ড ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে।
Leave a reply