হিন্দু সম্প্রদায়ের মানুষকে কেন নিরাপত্তা দেয়া হবে না, হাইকোর্টে রুল

|

রিটকারী আইনজীব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কেন নিরাপত্তা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একই সাথে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

কুমিল্লাসহ দেশের ছয়টি জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের নির্দেশনাও দেয়া হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরানো এবং সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার (২৬ অক্টোবর) সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া উসকানিমূলক পোস্ট ও ভিডিও অপসারণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply