যে তিন ক্রিকেটারের মতো হওয়ার স্বপ্ন দেখতেন রশিদ

|

ছবি: সংগৃহীত

বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা লেগ স্পিনার তো বটেই সেরা বোলারও বিবেচনা করা হয় আফগানিস্তানের রশিদ খানকে। ছোটবেলা থেকেই রশিদ স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। এক্ষেত্রে তার স্বপ্নের ক্রিকেটাররা ছিলেন- শচিন টেন্ডুলকার, অনিল কুম্বলে ও শহীদ আফ্রিদি।

ব্যাটিংয়ে রশিদের স্বপ্নের ক্রিকেটার ছিলেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। ছোটবেলায় শচীনের ব্যাটিং দেখা তিনি ভালবাসতেন বলে উল্লেখ করেছেন এ লেগস্পিন বিস্ময়।

বোলিংয়ের ক্ষেত্রে অনিল কুম্বলে ও শহীদ আফ্রিদির বোলিং দেখা পছন্দ করতেন রশিদ। তিনি বলেন, বাড়িতে যখন ভাইদের সাথে খেলতাম তখনও কুম্বলে ও আফ্রিদির মত জোরে লেগস্পিন করার চেষ্টা করতাম। টিভিতে তাদের খেলা দেখতে ভালো লাগতো আমার।

টেস্টে ৫ ম্যাচে বোলিং করে ৩৪ উইকেট নিয়েছেন রশিদ। আর ৭৪ ম্যাচ খেলে ওয়ানডেতে তিনি উইকেট নিয়েছেন ১৪০। টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচে রশিদের শিকার ৯৯ উইকেট।

মূলত বোলার হলেও ব্যাটিংয়েও কম যাননা রশিদ খান। টেস্টে ৫ ম্যাচ খেলে ১০৬ রান করলেও ওয়ানডেতে ৭৪ ম্যাচে ২০’র বেশি এভারেজ নিয়ে করেছেন ১০০৮ রান। আর টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচে ১৩’র বেশি এভারেজ নিয়ে রশিদের রান ১৭৯।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply