সপ্তাহ জুড়ে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম। এ সপ্তাহে ডলার বিক্রি হয়েছে ৮৫ টাকা ৬৫ পয়সা ও কাছাকাছি দরে। তবে ওঠানামা করেছে ব্রিটিশ পাউন্ডের দাম। এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী সোমবার সর্বোচ্চ ১২০ টাকা ১৪ পয়সায় লেনদেন হয় মুদ্রাটির। সর্বনিম্ন ১১৯ টাকা ৮২ পয়সা দর ছিল বৃহস্পতিবার (২৮ অক্টোবর)।
১০১ টাকা ৪৩ পয়সা থেকে ১০১ টাকা ৯৯ পয়সায় ওঠানামা করেছে ইউরোর বাজার। কিছুটা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের দর। বুধবার মুদ্রাটি সর্বোচ্চ ৬৫ টাকা ৪১ পয়সায় বিক্রি হয়েছে। ২০ টাকা ৬০ পয়সা থেকে ৭০ পয়সার মধ্যে হাতবদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত।
সিঙ্গাপুর ডলারের বাজার স্থিতিশীল। সোমবার ৬৫ টাকা ১ পয়সায় বেচাকেনা হয়েছে মুদ্রাটি। সৌদি রিয়ালের দরও রয়েছে অপরিবর্তিত। লেনদেন হয়েছে ২২ টাকা ৮৫ পয়সায়। ওঠানামা ছিল কানাডিয়ান ডলারের দাম। আর এ সপ্তাহে ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ১৪ পয়সা।
Leave a reply