Site icon Jamuna Television

‘মানিকে মাগে হিতে’র সুর এবার মার্কিন মুলুকে

ছবি: সংগৃহীত।

এখনও নেটমাধ্যমে জনপ্রিয় শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানির ‘মানিকে মাগে হিতে’। বিভিন্ন দেশে এবং বিভিন্ন ভাষায় গানটির নানা সংস্করণ বের হয়েছে। বাজারে এসেছে। তবে এ বার ভাইরাল হলো ‘মানিকে মাগে হিতে’-র আরও একটি সংস্করণ। যাকে র‍্যাপ-সংস্করণও বলা যেতে পারে। খবর ইন্ডিয়া টুডের।

নতুন এই গানটি গেয়েছেন আমেরিকার গায়ক এরিক হেনরি হেইনরিক্স। এরিক শ্রীলঙ্কায় থাকেন। ‘মিউজিক ভিডিয়ো’-সহ ‘মানিকে মাগে হিতে’-র র‍্যাপ-সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেছেন তিনি।

ইয়োহানির গান নিয়ে শ্রোতারা বলেছেন, ওই গান কানের পক্ষে আরামদায়ক। আর সেই কারণেই শ্রীলঙ্কার গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে রাজত্ব করতে পেরেছে এটি। কিন্তু এরিক সিংহলি ভাষার সঙ্গে কিছু ইংরেজি শব্দ জুড়ে গানে যে নতুনত্ব এনেছেন, তা শুনে সকলেই অবাক। অনেকে এ-ও দাবি করছেন, এরিকের গান ‘মানিকে মাগে হিতে’-র মূল সংস্করণকেও ছাপিয়ে গিয়েছে।

Exit mobile version