হারতে হারতে জিতলো পিএসজি

|

ছবি: সংগৃহীত

তারকায় ঠাসা স্কোয়াড। দলে আছে মেসি, নেইমার ও এমবাপ্পের মতো বিশ্বসেরা ত্রয়ী। প্রতিপক্ষ লিগ টেবিলে ১০ ধাপ পিছিয়ে থাকা লিলে। খেলাটাও হচ্ছে ঘরের মাঠে। তবুও সুবিধা করতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। হারতে হারতে আনহেল ডি মারিয়ার শেষ মুহূর্তের গোলে লিলেকে ২-১ গোলে হারিয়েছে তারা।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে লিগ ওয়ানের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিলের বিরুদ্ধে নাটকীয় জয়ে লিগ টেবিলে ১০ পয়েন্টে এগিয়ে গেছে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে থাকা দলটি।

শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। একের পর এক আক্রমণ পাল্টা-আক্রমণ চালায় দুই দলই। তবে রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় সুবিধা করতে পারেনি ফরোয়ার্ডরা। তবে ৩১ মিনিটে পাল্টে যায় স্কোরলাইন। সমতা ভাঙে লিলের ডেভিড। ৩০ মিনিটের মাথায় বাঁ দিক থেকে ইলমাজ ঢুকে পড়েন ডি-বক্সে। এরপর কাটব্যাক করেন কানাডার ফরোয়ার্ড ডেভিডের উদ্দেশ্যে। আর সেই বলে পা ছোঁয়ায় ডেভিড। এতেই ১-০ গোলের লিড পেয়ে যায় লিলে।

গোল খেয়ে টালমাটাল অবস্থা মেসি-নেইমারদের। তার ওপর দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেয়া হলো মেসিকে। এতে ভক্তদের লিগে মেসির গোল দেখার অপেক্ষা আরও বাড়লো। মেসিকে তুলে তার স্বদেশী ইকার্দিকে নামান কোচ। এতেও সুবিধা করতে পারছিলো না পিএসজি। উল্টো ৫৭ মিনিটে হজম করতে বসেছিলো আরও এক গোল। তবে গোলকিপার ডোন্নারুম্মার দৃঢ়তায় কোনোরকমে বেঁচে যায় নেইমাররা। অবশেষে ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। বাঁ দিক থেকে ডি মারিয়ার পাঠানো বল জালে পাঠান মার্কুইনহোস। এরপর শেষ দিকে ম্যাচ যখন সমতায় শেষ হবার আভাস পাওয়া যাচ্ছিলো তখনই দেখা গেল ব্রাজিল-আর্জেন্টিনার এক দারুণ সমন্বয়। ডি-বক্সের মুখে দাঁড়িয়ে ছোট পাসে বল বাড়িয়ে দেন ডি মারিয়ার দিকে। সেই বল বাঁ পায়ের কোনাকুনি শটে জালে পাঠান সময়ে সময়ে নিজ দলের জন্য ত্রাতা হয়ে ওঠা মারিয়া।

এই জয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে লিগ ওয়ানের এক নম্বর অবস্থানে আছে পিএসজি। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন লিলে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে নেমে গিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply