মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৫০ লাখের ঘর। ভাইরাসের প্রকোপে নতুন করে মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজার মানুষের।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে ৫ লাখ মানুষের শরীরে। দিনে সর্বোচ্চ দেড় হাজার প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে শনাক্ত হয় ৭৫ হাজার কোভিড নাইনটিন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ রাশিয়ায় মৃত্যু হয়েছে সাড়ে ১১’শর বেশি মানুষের। দেশটির প্রায় ৪০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।
অন্যদিকে, ভারতে ২৪ ঘণ্টার ব্যবধানে সাড়ে ৫’শ মানুষের প্রাণ গেছে। ইউক্রেনে এ সংখ্যা সাড়ে ছয়শ। বিশ্বজুড়ে ভাইরাসটিতে মোট শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৬৭ লাখের ওপর মানুষ।
Leave a reply