৫-১১ বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য প্রথমবারের মতো করোনার টিকার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ অক্টোবর) দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যদিও দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এখনো টিকাদানের কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে কোনো সুপারিশ জানায়নি। তবে আগামী মঙ্গলবারের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

ফাইজার-বায়োএনটেকের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৩০ অক্টোবর) থেকেই টিকার ভায়াল পাঠানো শুরু হবে। মূলত বিভিন্ন ফার্মেসি, শিশু বিশেষজ্ঞ এবং যেসব স্থানে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে ওইসব স্থানে ভায়াল পাঠানো হবে।

এফডিএ’র এই অনুমোদনের ফলে দেশটিতে ২.৮ কোটি শিশুকে টিকা প্রদান করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, শিশুদের জন্য এখন পর্যন্ত খুব বেশি দেশ টিকার অনুমোদন দেয়নি। বর্তমানে চীন, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাতে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply