পোপ ফ্রান্সিসের সাথে মোদির বৈঠক

|

ছবি: সংগৃহীত

কাথ্যলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাক্ষাতে পোপকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শনিবার (৩০ অক্টোবর) সকালে ভ্যাটিকান যান মোদি। এক টুইটবার্তায় মোদি নিজেই জানিয়েছেন এ তথ্য।

জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে ইতালি সফরের মাঝেই পোপের সাথে দেখা করলেন মোদি। একান্তে বৈঠক করেছেন দু’জন। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণসহ নানা ইস্যুতে কথা হয় তাদের দুজনের মধ্যে। ২০ মিনিটের পরিকল্পনা থাকলেও ভ্যাটিকান সফরে এক ঘণ্টা পার করেন মোদি।

এর আগে পোপ ফ্রান্সিসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ভ্যাটিকানে প্রায় ৯০ মিনিট বৈঠক করেন দুই নেতা। বৈঠকে জলবায়ু সংকট ও করোনার ভ্যাকসিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেন পোপ ফ্রান্সিস। অন্যদিকে, বিশ্বে দারিদ্র, ক্ষুধা ও নিপীড়নে ভুগছেন এমন মানুষদের সহায়তার জন্য পোপকে ধন্যবাদ দেন বাইডেন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply