আজ নিদাহাস ট্রফির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। এই উত্তেজনাকর ম্যাচে কে জিতবে বা হারবে তা জানা যাবে খেলা শেষে। তেমনি মুশফিক নাকি ধাওয়ান। কে হবেন সেরা ব্যাটসম্যান তার জন্যও অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রিয় দর্শকদের।
এবারের সিরিজে সেরা দুজন ব্যাটসম্যান হলেন মুশফিক ও ধাওয়ান। এই ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে ফিফটি করে ৪ ম্যাচে মুশফিক রান করেছেন ১৯০ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তাঁর। অন্যদিকে সর্বোচ্চ রান করা খেলোয়াড়দের মধ্যে মুশফিকের পরে দ্বিতীয়স্থানে আছেন শিখর ধাওয়ান। ভারতীয় এই ওপেনার ৪ ম্যাচে করেছেন ১৮৮ রান। তবে মুশফিক স্ট্রাইক রেট এবং রান গড়ে এগিয়ে রয়েছে।
কে হবেন আজ সেরা ব্যাটসম্যান তা আজ নির্ভর করবে এই দুই ব্যাটসম্যানের খেলার ওপর। তবে রান তোলায় অবশ্য সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন কুশল পেরেরা। শ্রীলঙ্কান এই টপ অর্ডার ৪ ম্যাচে ২০৪ রান করেছেন।
Leave a reply