সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ফুঁসছে সুদান। শনিবারও, দেশজুড়ে বিক্ষোভ করেন লাখো মানুষ। গোলাগুলিতে রাজধানীতে প্রাণ গেছে কমপক্ষে ৩ জনের।
অবশ্য বিক্ষোভকারীদের উদ্দেশে গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। উল্টো সেনাবাহিনী দাবি করছে, আন্দোলনকারীদের হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর থেকে মোট ১৩ জনের প্রাণ গেলো সুদানে। গণতান্ত্রিক সরকার এবং নির্বাচনের দাবিতে শনিবার রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। তাদের দমনে গুরুত্বপূর্ণ সব সড়ক এবং সেতুগুলোয় দেয়া হয় ব্যারিকেড। ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো উপস্থিতি।
এদিকে, সুদানে অভ্যুত্থানের ঘটনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক সম্প্রদায়। বন্ধ হয়ে গেছে সাহায্য-সহযোগিতা। বাতিল করা হয়েছে সদস্যপদও। সোমবারই প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করার মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।
Leave a reply