Site icon Jamuna Television

রাশিয়ার ভ্যাকসিন এইডস ছড়ায়, দাবি দক্ষিণ আফ্রিকার

প্রতীকী ছবি।

চলতি মাসেই রাশিয়ার তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানায় দক্ষিণ আফ্রিকা। দেশটির অভিযো ছিল, এই ভ্যাকসিন গ্রহণে ছড়াচ্ছে এইচআইভি’র (এইডস) মতো মরণব্যাধি। যদিও রাশিয়া দাবি করছে, করোনা প্রতিরোধে ৯২ শতাংশ পর্যন্ত কার্যকর স্পুটনিক ভি।

এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহার শিকার হয়ে এখনও অনুমতি পাচ্ছে না রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’। এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (৩০ অক্টোবর) জি-টোয়েন্টি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন অভিযোগ করেন তিনি।

প্রেসিডেন্ট পুতিন বলেন, করোনা টিকার অনুমোদন এবং সরবরাহ-বণ্টন ঘিরে অসৎ প্রতিযোগিতা চলছে গোটা বিশ্বে। তার অভিযোগ, নিজ নিজ স্বার্থ রক্ষায় বহু দেশ রুশ ভ্যাকসিনের ছাড়পত্র দিচ্ছে না। রুশ প্রেসিডেন্ট বলেন, স্বল্পতার কারণে নয় বরং সংরক্ষণের প্রবণতা বৃদ্ধি পাওয়ায়, দরিদ্র দেশগুলো টিকাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

Exit mobile version