ইথিওপিয়ার গুরুত্বপূর্ণ শহর- ডেইজি’র দখল নিলো বিদ্রোহীরা। শনিবার রয়টার্সকে এ তথ্য জানায় টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট- TPLF।
অজ্ঞাত স্থান থেকে ফোনে দলীয় প্রধান জানান, তাদের হাতে জিম্মি বেশ কয়েকজন সেনা সদস্য। তার দাবি- কোমবলশা ও গেতাশিউ রেদা শহরের দিকে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা। অবশ্য নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি অস্বীকার করছে দেশটির সরকারি বাহিনী। তাদের দাবি, এখনও শক্ত অবস্থান ধরে রেখেছে তারা।
দখলকৃত শহরটিতে সংখ্যালঘু আমহারা নৃগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষের বসবাস। চলমান লড়াইয়ে তারা বর্তমানে বাস্তুচ্যুত। প্রায় একবছর আগে স্বায়ত্তশাসনের দাবিতে সরকারি বাহিনীর সাথে সংঘাতে জড়ায় বিদ্রোহীরা। প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। গৃহহীন ২০ লাখের মতো বাসিন্দা।
ইউএইচ/
Leave a reply