‘দ্রব্যমূল্য কমাতে সরকারের কোনো পদক্ষেপ নেই’

|

ফাইল ছবি।

সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে ক্ষমতাসীনদের মদদপুষ্টরা। এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দাম কমাতে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না সরকার।

রোববার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। বক্তারা বলেন, ক্ষমতার লোভে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। নির্বাচন সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। নেতারা বলেন, এই সরকারের অধীনে আর কোনো ভোটে যাবে না বিএনপি।

তাদের অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্পীতি নষ্ট করছে, আর দায় চাপাচ্ছে বিএনপি নেতা-কর্মীদের উপর। অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, এই সরকারের বিদায় নিশ্চিত করতে না পারলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে না। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান বিএনপির এই নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply