নিজের আগুনে ফর্ম বজায় রেখে এলচের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তার জোড়া গোলেই এলচেকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ২২ মিনিটে মারিয়ানোর পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। পিছিয়ে পড়েও এলচের হয়ে লুকাস পেরেস দলকে সমতায় ফেরাতে পারতেন, তবে হ্যাভিয়ের পাস্তোরের দুরন্ত ফ্লিক মিস করে যায় গোলবার। এরপর লুকাস বোয়ের শটও দারুণভাবে বাঁচিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া।
এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া রিয়াল ম্যাচের ৬৩ মিনিটে এক খেলোয়াড়েও এগিয়ে যান। টনি ক্রুসকে বাজেভাবে চ্যালেঞ্জ করায় লাল কার্ড দেখেন রাউল গুটি। ৭৩ মিনিটে তার সুবিধা নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় কার্যত পাকা করেন ভিনিসিয়াস। পরে এলচের মিল্লা ৮৬ মিনিটে এক গোল শোধ করলেও ম্যাচের ফলাফলে তা কোনো প্রভাব ফেলেনি।
এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে এলচে।
Leave a reply