স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরে পিডিবির সাথে সড়ক ও জনপথ বিভাগের সমন্নয়হীনতায় ড্রেন খুড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎতের তারসহ ৭ খুঁটি উপড়ে গেছে। এত শহরের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। রবিবার দুপুরে শহরের বড়হরিশপুর থেকে চকরামপুর এলাকায় এসব খুঁটি উপড়ে পড়ে।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থাপন করা বিদ্যুৎতের খুঁটি ঘেঁষে ড্রেন নির্মাণের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি সরানো হচ্ছিল। এক পর্যায়ে একে এক খুঁটিগুলো হেলে পড়তে থাকে। এসময় বিকট শব্দে ট্রান্সমিটার বিস্ফোরণ হলে সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তবে এঘটনায় কেউ আহত হয়নি।
এক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের খামখেয়ালিপনাকে দায়ী করছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের নির্বাহী প্রকৌশলী এস এম মাসুদ। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম ঠিকাদারের অসচেতনতাকে দায়ী করছেন।
Leave a reply