বাঘের সাথে একঘণ্টা লড়াই শেষে বীরদর্পে ফিরলেন পঞ্চানন

|

ছবি: সংগৃহীত।

বাঘের সাথে মল্লযুদ্ধ রীতিমতো। সেই লড়াইয়ে বাঘকেই হারিয়ে ফিরে এলেন ভারতের এক মৎসজীবী। অবশ্য এতে আহত হয়ে বর্তমানে হাসপালে ভর্তি পঞ্চানন ভগতা।

ভারতীয় সংবাদ মাধ্যম জি ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই লোমহর্ষক যুদ্ধের বর্ণনা। ভারতের দক্ষিণ সুন্দরবন এলাকায় থাকেন পঞ্চানন ভগতা নামের এই ব্যক্তি। শনিবার (৩০ অক্টোবর) স্ত্রীসহ প্রতিবেশী ৯ সদস্যকে নিয়ে কাকঁড়া ধরতে যান তিনি। ফেরার সময় পঞ্চানন যখন নৌকার দিকে এগিয়ে আসছেন, তখনই পেছন থেকে অতর্কিতে বাঘের আক্রমণ। সামনে তখন তার আগে ৭ জন নৌকার কাছে এগিয়ে গিয়েছে। তাদের প্রত্যেকের হাতেই লাঠি ছিল। আর পঞ্চানন ভগতার হাতে ছিল কাঁকড়ার ঝুড়ি।

এমন সময় পেছন থেকে বাঘ আক্রমণ করতেই পঞ্চানন ভগতার চিৎকারে সঙ্গী ৭ মৎস্যজীবী লাঠি নিয়ে তেড়ে আসেন। শুরু হয় বাঘে মানুষে খণ্ডযুদ্ধ আর লাঠিপেটা, চিৎকার, চেঁচামেচি। শেষে বাঘের হাত থেকে নিস্তার পান পঞ্চানন। তবে গুরুতর জখম হয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চানন ভগতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply