চশমা ছিনিয়েছে বানর, ফেরত পেতে দিতে হলো ‘ঘুষ’

|

ছবি: সংগৃহীত।

বাঁদরের বাঁদরামি। বাঁদরামি করতে করতে এক ব্যক্তির চোখ থেকে চশমা ছিনিয়ে নিয়ে নিলো বানর। পরে সেটি ফেরত পেতে দিতে হলো ঘুষ। সম্প্রতি ভারতের এমন একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই উঠে এসেছে বাঁদরামির এই কাণ্ড। তবে ঘটনাটি ভারতের ঠিক কোথায় ঘটেছে, তা জানা যায়নি।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানা যায়, ভারতের আইপিএস অফিসার রুপিন শর্মা নিজের টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের হাতছাড়া হওয়া একটি চশমা ফিরে পেতে বানরের সাথে দরাদরি করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লোকটির চশমা ছিনিয়ে নিয়ে একটি লোহার খাঁচার মতো জায়গার ওপর উঠে বসে রয়েছে বানরটি।

আর সেই লোহার খাঁচার নিচে দাঁড়িয়ে রয়েছেন ওই ব্যক্তি। চশমা ফিরে পেতে বানরকে তিনি একটি ফলের রসের প্যাকেট দেয়ার চেষ্টা করছেন এবং একইসাথে হাত থেকে সেটি বানরটি যখন নিতে যাচ্ছে, তখন তিনি সেটি ধরে রেখে আরেক হাত পেতে চশমাটি চাইছেন। তবে বানরও বেশ চালাক। লোকটির দেখাদেখি চশমাটি মাটিতে গড়িয়ে দিয়ে আরেক হাতে সেই জুসের প্যাকেকটি টেনে নিয়েছে সে। নিমেষে এই ভিডিও নজর কেড়েছে অনেকের।

আইপিএস অফিসার রুপিন শর্মা এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, স্মার্ট বানর, এক হাতে দাও, এক হাতে নাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply