ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হবার শঙ্কা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো।
ইনজুরি থেকে সুস্থ হয়ে প্রথমবারের মতো বার্সেলোনার মূল একাদশে গতকাল সুযোগ পেয়েছিলেন সার্জিও অ্যাগুয়েরো। কিন্তু মাঠে ৪০ মিনিটের বেশি স্থায়ী হতে পারেননি এই স্ট্রাইকার। আলাভেসের বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে মাঠে পড়ে যান আগুয়েরো। এমন সময় শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তার। দ্রুতই তার বদলি মাঠে নামান বার্সা কোচ। পরে অ্যাগুয়েরোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, বুকের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে নেয়া হয় হাসপাতালে। তবে দুশ্চিন্তার কিছু নেই। এখন সুস্থ আছেন এই আর্জেন্টাইন।
দীর্ঘদিনের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে এ মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন সার্জিয়ো অ্যাগুয়েরো। আশায় ছিলেন জুটি হয়ে খেলবেন স্বদেশি লিওনেল মেসির সাথে। মেসি এই মৌসুমেই পিএসজি চলে যাওয়ায় সেই ইচ্ছে আর পূরণ হয়নি প্রয়াত ম্যারাডোনার সাবেক এই জামাতার।
গতকালই প্রথম একাদশে খেলার সুযোগ আসলেও বার্সার হয়ে নিজের প্রথম গোল দিয়েছেন আগেই। গত ২৫ অক্টোবর এল ক্লাসিকোতে নিজের প্রথম গোল করেন তিনি। যদিও তার গোলেও সেদিন হার এড়াতে পারেনি বার্সেলোনা।
Leave a reply