জাপান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফুমিও কিশিদার এলডিপি

|

জাপানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলো নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, এলডিপি।

রোববার (৩১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে জাপানের নির্বাচন কমিশন।

৪৬৫ আসনের নিম্নকক্ষের ভোটে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি একাই পেয়েছে ২৬১ টি। শরিক কোমেইতো দলের আসন সংখ্যা মিলিয়ে যা দাঁড়ায় ২৯৩। জাপানে সরকার গঠনের জন্য ন্যাশনাল দিয়েত বা নিম্নকক্ষের ২৩৩ আসনে জয়ের প্রয়োজন পড়ে।

ভোটের আগে ভাবা হচ্ছিল, কিছু আসন হাতছাড়া হতে পারে ক্ষমতাসীন দলটির। সেসময় শরিকদের সহযোগিতায় গড়তে হবে জোট সরকার। কারণ, মহামারির মধ্যেও অলিম্পিকের আয়োজন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বিগত প্রশাসন। যার জেরে ক্ষমতা থেকে সরে দাঁড়ান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ছেড়ে দেন দলীয় প্রধানের দায়িত্বও। প্রসঙ্গত, গত মাসেই তার স্থলাভিষিক্ত হন ফুমিও কিশিদা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply