২২ বছর আগের লজ্জার রেকর্ডের পুনরাবৃত্তি, এবার পারবে ভারত?

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তারা হারে ৮ উইকেটে। ব্যাটে-বলে বিবর্ণ অবস্থা দলের ক্রিকেটারদের। বডি ল্যাঙ্গুয়েজও খুব একটা সুবিধাজনক নয়।

প্রথম দুটি ম্যাচ হেরে এরইমধ্যে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় রয়েছে বিরাট কোহলির দল। ৬ দলের গ্রুপে তারা আছে পঞ্চম অবস্থানে। পরবর্তী রাউন্ডে উঠতে হলে বাকি দলগুলোর সাথে জিততে তো হবেই, চেয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য দলের ফলাফলের উপর। তিনটি ম্যাচ জিতে এরইমধ্যে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে শীর্ষে থাকা পাকিস্তান। পরবর্তী রাউন্ডে উঠতে ভারতকে তাই অপেক্ষা করতে হবে দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচগুলোর ফলাফলের দিকে।

তবে ক্রিকেটের বিশ্ব আসরে এবারই দুই ম্যাচ হারেনি ভারত। এর আগে ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে হারে দলটি। মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে সেবার ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে হারে। পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩ রানে হেরে যায় তারা।

সেই আসরে প্রথম দুই আসরে প্রথম দুই ম্যাচ হারলেও বাকি ম্যাচগুলো জিতে দলকে ঠিকই পরের রাউন্ড সুপার সিক্সে তুলেছিলেন আজহারউদ্দিন।

এবার পরিস্থিতি আরও কঠিন। সেবার আজহারউদ্দিন পেরেছিলেন। এবার কি পারবেন ভিরাট কোহলি? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply