অভিনব উদ্যোগ নিলেন অমিতাভ বচ্চন। নিজের ক্যারিয়ারের বিভিন্ন স্মারক, ভিউকার্ড, অটোগ্রাফ, আবৃত্তি করা কবিতা সহ নানা আকর্ষণীয় জিনিসের সফট কপি তিনি তুলবেন এক প্ল্যাটফর্মে। সেখান থেকে ভক্তরা কমদামেই কিনে নিতে পারবেন সেইসব ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি।
উল্লেখ্য, এনএফটি গুলো গচ্ছিত থাকে ব্লকচেইন নামক এক ডিজিটাল সুরক্ষিত ব্যবস্থায়। ব্লকচেইন তার ভেতরে রাখা ডিজিটাল ফাইলগুলোকে ‘ইউনিক আইডেন্টিটি’ প্রদান করে এবং নন-ফাঞ্জিবল বা অবিনিময়যোগ্য পণ্যে পরিণত করে। যেকোনো ধরনের জাগতিক সম্পদ, যেমন- পেইন্টিং, গেমস, গানের অ্যালবাম, স্পোর্টস কার্ড, মিমকে এনএফটিতে রূপান্তর করা যেতে পারে।
বিয়ন্ডলাইফ ডট ক্লাব নামে একটি নতুন প্ল্যাটফর্মের সাথে অমিতাভের এই উদ্যোগ আসলে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন হিসেবেই বিবেচিত হচ্ছে। এখানে দর্শকরা তাদের এনএফটি আইডিয়া শেয়ার করতে পারবেন, যা জানবেন অমিতাভ নিজেও। প্ল্যাটফর্মটি মূলত রিতি এন্টারটেইনমেন্ট ও গার্ডিয়ানলিংক ডট আইও নামে একটি নন-কোড এনএফটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগ।
Leave a reply