ইলন মাস্কের চ্যালেঞ্জ: প্রমাণ করতে পারলেই ৬ বিলিয়ন দিয়ে দেবো ক্ষুধার্তদের জন্য!

|

সম্প্রতি জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পরিচালক ডেভিড বিজলি বলেছিলেন, জেফ বেজোস ও ইলন মাস্কের মতো শীর্ষ ধনীরা যদি তাদের রোজগারের কিয়দংশও দান করেন, তা থেকেও বিশ্বের ক্ষুধা সমস্যার অনেকটা বিহিত করা যায়।

ডেভিড বিজলির দাবি, রেন্টাল কার কোম্পানি হার্ট্‌জ যখন এক লাখ টেসলা গাড়ি কিনে নিলো, তখন ইলন মাস্কের সম্পদ বেড়েছে অন্তত ৩৬ বিলিয়ন ডলার। এই টাকার ছয় ভাগের একভাগ অর্থাৎ ৬ বিলিয়ন ডলারও যদি ইলন মাস্ক দান করেন, তবে সেই অর্থেই মিটবে ৪ কোটি ২০ লক্ষ লোকের ক্ষুধা!

সেটির জবাবে মার্কিন সময় রবিবার রাত ৭ঃ২০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫ঃ২০ মিনিটে) ইলন মাস্ক টুইট করেন, যদি ডব্লিউএফপি এই টুইটার থ্রেডে প্রমাণ করতে পারে যে ৬ বিলিয়ন ডলার আসলেই কীভাবে বৈশ্বিক ক্ষুধা মেটাবে, তাহলে আমি এক্ষুণি টেসলার শেয়ার বিক্রি করে দেবো, এবং ঐ পরিমাণ অর্থ দান করে দেবো।

সেই সঙ্গে আরেকটি শর্ত জুড়ে দিয়েছেন মাস্ক। অপর একটি টুইটে তিনি বলেন, এই প্রমাণাদির ক্ষেত্রে জনসমক্ষে ডব্লিউএফপিকে ধরে ধরে বলতে হবে, তারা কোন খাতে ঠিক কত টাকা খরচ করে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply